যাত্রাবাড়ি থানার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যালয় হিবাবে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুখ্যাতি অত্র এলাকার সকলের নিকট। বহু জ্ঞানী গুণী এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে অলংকৃত করে তাদের মেধাকে লালন করে চলেছেন। ১৯৬৯ সাল থেকে এ বিদ্যালয়টি প্রকৃত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সুশিক্ষিত জাতিগঠনে অদ্যবধি কাজ করে চলেছে এবং প্রতিটি শিক্ষার্থীর আত্মোন্নতি ও আত্ম প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়টি অদ্যবধি এগিয়ে চলেছে। অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের সচেতন সমাজের নিকট আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তা আলা আমাদের সহায় হউন, আমীন।
মো: আমিন মিয়া
প্রধান শিক্ষক
মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়